সংগৃহীত তথ্যসমূহ আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক
প্রতিযোগিতা ২০২৫ এর
দাপ্তরিক
কাজের জন্য ব্যবহার করা
হবে। টিআইবির সংশ্লিষ্ট কর্মী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে এই তথ্যসমূহ প্রদান করা হবে না। তবে
টিআইবির প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহারের জন্য প্রদত্ত তথ্যসমূহ পুনঃব্যবহার করা যেতে পারে।
নিবন্ধনের আগে নির্দিষ্ট নিয়মাবলী সতর্কতার সঙ্গে
পড়ুন এবং
নিবন্ধন ফরমটি ইংরেজিতে সঠিকভাবে পূরণ করুন
নিবন্ধনের নিয়মাবলী
• বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদিত ও নিবন্ধিত যে কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি
বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজের (অনার্স) বিতর্ক দল
এই প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন। তবে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেবলমাত্র একটি বিতর্ক
দল/সংগঠন/ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
•
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একাধিক ক্লাবের নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ক্রম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
প্রত্যয়নপত্র, ক্লাবের ঐতিহ্য, টিআইবির সাথে সম্পৃক্ততা, ক্লাবের সাম্প্রতিক সাফল্য ও কর্মকাণ্ড
ইত্যাদি সামগ্রিক বিষয় বিবেচনাপূর্বক টিআইবি কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
• প্রতিযোগিতায়
অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের
(অনার্স/মাস্টার্স অধ্যয়নরত/ফলপ্রত্যাশী) অংশগ্রহণে দল গঠন করা যাবে। অনিয়মিত বা বহিরাগত কোনো
শিক্ষার্থীর অংশগ্রহণে কোনোভাবেই দল গঠন করা যাবে না।
• পূর্ব ঘোষণা
অনুযায়ী আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ
বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দলসমূহ নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করা সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে
অংশগ্রহণের সুযোগ পাবেন। এক্ষেত্রে তাদের নিবন্ধন ক্রম ও নির্বাচিত হওয়ার অন্যান্য শর্তাবলী (নারী
বিতার্কিক অংশগ্রহণের শর্ত ব্যতীত) বিবেচিত হবে না। তবে এই আটটি দল নির্ধারিত সময়ে নিবন্ধন না করলে,
অংশগ্রহণের সুযোগ থাকবে না। যে সকল বিশ্ববিদ্যালয়ের যে সকল দল ২০২৪ সালের কোয়ার্টার ফাইনালে
উত্তীর্ণ হয়েছিলো: ১. ডিইউডিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় ২. জেইউডিও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩.
জেএনইউডিএস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪. বুয়েটডিসি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫.
রুয়েটডিসি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬. পিইউডিএস, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম ৭. আরইউডিএফ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৮. এসইউডিএস, শাহজালাল প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়।
• তথ্য গোপন করে
দল গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে এবং পরবর্তীতে প্রমাণ হওয়ামাত্র সেই দল প্রতিযোগিতায়
অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবে এবং তার অব্যবহিত পরবর্তী দল, তার স্থান পূরণ করবে। যদি ট্যাব
রাউন্ডের মাঝামাঝি সময় কিংবা এর পরে তথ্য গোপনের কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে নিবন্ধন ক্রম
অনুযায়ী পরবর্তী দল সেই স্থান পূরণ করবে।
• প্রতিযোগিতায়
নিবন্ধনের পর চূড়ান্ত অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কার্যালয়ের
(টিএসসি/ডিএসডব্লিউ/অধ্যক্ষ) প্যাডে বিতার্কিকদের পূর্ণ নাম, বিভাগ, শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক
কার্যালয় প্রধানের স্বাক্ষর ও সিলযুক্ত প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের
পূর্বেই প্রত্যয়নপত্র প্রদান করা বাধ্যতামূলক।
• অসম্পূর্ণ কিংবা
ভুল তথ্য সম্বলিত নিবন্ধন সরাসরি বাতিল বলে বিবেচিত হবে। নিবন্ধনের ক্ষেত্রে প্রত্যেক বিতার্কিকের
নাম তার সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে এবং সে অনুযায়ী প্রতিযোগিতায় তার অংশগ্রহণের সনদ প্রদান করা
হবে।
• প্রতিযোগিতাটি
যেহেতু সম্পূর্ণ আবাসিকভাবে আয়োজিত হবে, তাই প্রতিযোগিতা চলাকালীন পুরো সময়ই নির্ধারিত ভেন্যুতে
সার্বক্ষণিক অবস্থানের প্রস্তুতি, প্রয়োজনীয় আনুসাঙ্গিক দ্রব্যাদি ও মানসিকতা নিয়ে নিবন্ধন করতে
হবে।
• উপরের সকল নিয়ম
মেনে শুধুমাত্র tibiv.ti-bangladesh.org এই লিংকের মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সশরীরে, ডাকযোগ, কুরিয়ার, ইমেইল কিংবা অন্য কোনো মাধ্যমে নিবন্ধন করা যাবে না।
যোগাযোগ: পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার, লেভেল ৪ ও ৫, বাড়ি ০৫, সড়ক ২৭ (পুরাতন) ১৬ নতুন, ধানমন্ডি, ঢাকা ১২০৯
প্রয়োজনে যোগাযোগ করুন - ০১৭০৯৬৬১৬৫৫